ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ব্যাংকিং

এক্সিম ব্যাংক এবং ডিএইচএল'র মধ্যে চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৭, মার্চ ২২, ২০১৯
এক্সিম ব্যাংক এবং ডিএইচএল'র মধ্যে চুক্তি এক্সিম ব্যাংক এবং ডিএইচএল'র মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকা: এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এবং ডিএইচএল ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্রেস (বিডি) প্রাইভেট লিমিটেডের মধ্যে সম্প্রতি (১২ মার্চ ২০১৯) একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং ডিএইচএল এর কান্ট্রি ম্যানেজার মিয়ারুল হক।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।