ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ব্যাংকিং

প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, মে ১৭, ২০১৯
প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত প্রাইম ব্যাংকের ২৪তম বার্ষিক সাধারণ সভা

ঢাকা: প্রাইম ব্যাংক লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।  

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাফিজ আহমেদ ভূঁইয়া ও ইমরান খান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লা, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. জিএম খুরশীদ আলম, পরিচালক কাজী সিরাজুল ইসলাম, মো. নাদের খান, মো. শাহাদাত হোসেন, নাসিম আনোয়ার হোসেন, সালমা হক, ওয়াহিদ মুরাদ জামিল, মুশতাক আহমেদ তানভীর (তিতাস), জাইম আহমেদ, এম ফরহাদ হোসেন এফসিএ, সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন ইমাম আনোয়ার হোসেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শেয়ারহোল্ডাররা।  

অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ এহসান হাবীব।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, মে ১৬, ২০১৯
এসআরএস    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।