ঢাকা: ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের উপর হাইকোর্ট যে স্থিতাবস্থা দিয়েছেন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (২২ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তা ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
গত ১৬ মে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে ঋণ পুনঃতফসিল ও এককালীন এক্সিট সংক্রান্ত বিশেষ নীতিমালা জারি করা হয়।
এতে মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্টে ৯ শতাংশ সরল সুদে এক বছরের গ্রেস পিরিয়ডসহ টানা ১০ বছরের ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারির পরই বিভিন্ন ব্যাংক তা কার্যকর করার উদ্যোগ নিয়েছিল। তাই ওই প্রজ্ঞাটন জারি করলো বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মে ২২, ২০১৯
এসই/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।