ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

এনআরবিসি ব্যাংকের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এনআরবিসি ব্যাংকের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

ঢাকা: এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুলাই) রাজধানীর গুলশানে ব্যাংকের পরিচালনা পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

 সভায় ২০১৮ সালের জন্য ১১ শতাংশ স্টক ডিভিডেন্ট ঘোষণা করা হয়েছে।  

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ শহিদ ইসলাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, অন্যান্য পরিচালক ও শেয়ার হোল্ডাররা।  

এছাড়া সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা ও মো. মুখতার হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।