ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ঝালকাঠিতে যাত্রা শুরু করলো এনআরবিসি ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
ঝালকাঠিতে যাত্রা শুরু করলো এনআরবিসি ব্যাংক উদ্বোধনী অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান।

ঢাকা: ঝালকাঠিতে সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে যাত্রা শুরু করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

সোমবার (২ ডিসেম্বর) ব্যাংকটির পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঝালকাঠি শহরের তুতন প্লাজায় এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে।

ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার মোস্তাফিজুর প্রিন্স রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত জাহান সোনালী, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, ব্যাংকের  সাপোর্ট সার্ভিসেস অ্যান্ড ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মোহাম্মদ মোস্তাহাক, বরিশাল শাখার ব্যবস্থাপক জি কে এ এম মাকসুদ বিন হারুন, ঝালকাঠি স্পেশাল শাখার ইনচার্জ মামুন অর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

প্রসঙ্গত, এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা।  

এছাড়া, এসব সেবা এক সঙ্গে পেতে রয়েছে মোবাইল অ্যাপ ‘এনআরবিসি প্লানেট’। গ্রাহক সহজেই তার অ্যাকাউন্ট থেকে এনআরবিসি প্লানেটের মাধ্যমে যেকোন  বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।