ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের যাত্রা শুরু ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

ঢাকা: যাত্রা শুরু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর এক হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এসময় তিনি ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড দেশে পেশাদারিত্বমূলক আর্থিক ব্যবস্থাপনা সেবার ক্ষেত্রে শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার শওকত জামিল, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আরিফ কাদরী, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাশেদুল হাসান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
টিএম/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।