ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ব্যাংকিং

এনআরবিসি ব্যাংক-আনোয়ার ল্যান্ডমার্কের চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এনআরবিসি ব্যাংক-আনোয়ার ল্যান্ডমার্কের চুক্তি সই এনআরবিসি ব্যাংক-আনোয়ার ল্যান্ডমার্কের চুক্তি সই।

ঢাকা: এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এনআরবিসি ব্যাংক থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেনের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন এনআরবিসি ব্যাংকের রিটেইল ব্যাংকিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হাফিজ ইমরোজ মাহমুদ ও আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন খালেদ।

 

এ চুক্তির আওতায় আনোয়ার ল্যান্ডমার্কের গ্রাহকরা এনআরবিসি হোমলোন সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। চুক্তি সই অনুষ্ঠানে আনোয়ার ল্যান্ডমার্কের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর নূর-ই-আলম সিদ্দিকীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।