ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ব্যাংকিং

সিটি ব্যাংক-ক্লাসটিউনের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
সিটি ব্যাংক-ক্লাসটিউনের মধ্যে চুক্তি চুক্তিপত্রে সইয়ের পর হ্যান্ডশেক করছেন দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা।

ঢাকা: সিটি ব্যাংক ও দেশের শীর্ষস্থানীয় স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ক্লাসটিউনের মধ্যে দেশের স্বনামধন্য স্কুল এবং কলেজগুলোর জন্য ডিজিটাল পেমেন্ট কালেকশন প্ল্যাটফর্ম বাস্তবায়ন সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

এই চুক্তির ফলে এখন থেকে শিক্ষার্থী বা তাদের অভিভাবকেরা অনলাইনের মাধ্যমে টিউশন ফিস পরিশোধ করতে পারবেন। এছাড়া ফিস গ্রহণ সংক্রান্ত জটিলতা থেকেও মুক্তি পাবে সংশ্লিষ্ট স্কুলগুলো।

চলতি বছরের ৩ মার্চ (মঙ্গলবার) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিটি ব্যাংকের হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মো. জাফরুল হাসান এবং ক্লাসটিউনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

এ সময় সিটি ব্যাংকের হেড অব কার্ড আরিফুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।