ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ব্যাংকিং

মুজিব কর্নার উদ্বোধন করলো সোশ্যাল ইসলামী ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
মুজিব কর্নার উদ্বোধন করলো সোশ্যাল ইসলামী ব্যাংক মুজিব কর্নার উদ্বোধন করছেন কর্মকর্তারা।

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিব কর্নার উদ্বোধন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। এছাড়া ব্যাংকের যশোর ও ঝালকাঠি শাখাতেও মুজিব কর্নার স্থাপন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) প্রধান কার্যালয়ে স্থাপিত মুজিব কর্নারের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদ, পরিচালনা পর্ষদের সদস্যরা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য নির্বাহীরা।

সোমবার (১৬ মার্চ) ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।