ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ব্যাংকিং

করোনা: বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের পাশে থাকবে বিএবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
করোনা: বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের পাশে থাকবে বিএবি .

ঢাকা: চলমান করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে বেসরকারি ব্যাংকের যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) তাদের পাশে থাকবে।

রোববার (১২ এপ্রিল) বিএবির নির্বাহী কমিটির এক টেলি কনফারেন্স সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিএবির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মরত ব্যাংক কর্মকর্তাদের যে কোনো অসুস্থতা অথবা করোনা ভাইরাস সংক্রমণ হলে প্রত্যেকটি ব্যাংক তাদের নিজ নিজ কর্মকর্তাদের চিকিৎসা খরচ বহন করবে।

এছাড়াও সংক্রমিত হয়ে কোনো কর্মকর্তার দুর্ঘটনা ঘটে তাহলে প্রত্যেকটি ব্যাংক উক্ত কর্মকর্তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করবে।

জীবনের ঝুঁকি নিয়ে দেশের বর্তমান পরিস্থিতিতে জাতির অর্থনীতিকে সচল রাখতে যেসব ব্যাংক কর্মকর্তা সরকারের অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর মতই নিজেদেরকে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। নিঃসন্দেহে উক্ত ব্যাংক কর্মকর্তাদের এ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
এসই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।