ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ডাচ্-বাংলা ব্যাংকের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
ডাচ্-বাংলা ব্যাংকের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভা।

ঢাকা: ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় এ সভায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ।

বার্ষিক সাধারণ সভার শুরুতে চেয়ারম্যান তার সংক্ষিপ্ত বক্তব্যে সম্মানিত শেয়ারহোল্ডারদের শুভেচ্ছা জানান।

মহামারি কোভিড-১৯ এর প্রকোপ থাকা সত্ত্বেও ডাচ্-বাংলা ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন।

সভায় সম্মানিত শেয়ারহোল্ডারদের ২০১৯ সালের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড (১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড) প্রদানের অনুমোদন দেয়।

৩১ ডিসেম্বর অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয় এবং সম্মানিত শেয়ারহোল্ডাররা ব্যাংকের কার্যক্রমের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন।

শেয়ারহোল্ডাররা ব্যাংকের ২০১৯ সালের কার্যক্রম নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
এএটি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।