ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ব্যাংকিং

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৬ দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৬ দিন ...

ঢাকা: কোর ব্যাংকিং সিস্টেমে মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার উদ্দেশ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যাংকিং লেনদেন ছয় দিন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে কোর ব্যাংকিং সিস্টেমে ব্যাংকিং লেনদেন মাইগ্রেশন সম্পন্ন করার লক্ষ্যে ২৯ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিট থেকে ৫ নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিটি পর্যন্ত সব ধরনের শাখা ব্যাংকিং, চেক/ ইএফটি/ আরটিজিএস লেনদেন, পস/ এটিএম এবং ই-কমার্স সাইটের ডেবিট ও ক্রেডিট কার্ড লেনদেন, ইন্টারনেট ব্যাংকিং লেনদেন সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে বন্ধ রাখায় সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।