ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ব্যাংকিং

বাংলাদেশ ব্যাংক-এক্সিম ব্যাংকের চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ১, ২০২১
বাংলাদেশ ব্যাংক-এক্সিম ব্যাংকের চুক্তি

ঢাকা: টেকনোলজি ডেভেলপমেন্ট আপগ্রেডেশন ফান্ডের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি সই করেছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড।  

সোমবার (১ মার্চ) এক্সিম ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক খোন্দকার মোরশেদ মিল্লাত এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।

এই চুক্তির ফলে এক্সিম ব্যাংক রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের প্রযুক্তিগত আধুনিকায়ন ও উন্নয়ন সাধনের লক্ষ্যে যন্ত্রাংশ ও প্রযুক্তিপণ্য কেনার ক্ষেত্রে বাংলাদেশি টাকায় দেওয়া মেয়াদী ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।