ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বইমেলা

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনায় সোহেল নামে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার হাসানপুর কলেজ সংলগ্ন রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।



নিহত সোহেল জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার জগমোহনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজনকে হত্যাসহ ১২টি মামলা রয়েছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সড়ক দুঘর্টনায় নিহত যুবকের মরদেহ হাসানপুর এলাকায় রাস্তার পাশে পড়েছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

তবে কখন কোন গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি তিনি।

সোহেলের পরিবারের দাবি, শনিবার (০৭ ফেব্রুয়ারি) গভীররাতে ১০/১২ জনের একটি দল বাড়ি থেকে তাকে ধরে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে তার মরদেহ পাওয়া গেল।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।