ফেব্রুয়ারির মধ্যভাগে সূর্য বেশ তেজদীপ্ত হয়েই প্রকাশ করছে নিজেকে। ফলে বাড়ছে তাপমাত্রা।
আগতদের সেবায় ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ (ডিএমপি) খাওয়াচ্ছে বিশুদ্ধ খাবার পানি। আর পুলিশের এ উদ্যোগ ক্রেতা দর্শনার্থীদের মধ্যে বেশ প্রশংসা কুড়াচ্ছে।
আমিনুল হক রুমেল নামের এক বেসরকারি কোম্পানির চাকরিজীবীও অন্যদের মতোই পানি পান করলেন গোগ্রাসে। বোঝাই গেলো তার তৃষ্ণা প্রকট। একগ্লাস পানি পানের পর যখন হাত নামিয়ে আনছেন, প্রায় মুখের কাছ থেকেই অন্যজন গ্লাসটি নিয়ে নিলেন পানি ভরতে। বেশ তৃপ্তি নিয়েই বললেন-ভালোই সার্ভিস দিচ্ছে পুলিশ।
সুহানা চৌধুরী নামের এক গৃহিণী খালি বোতল নিয়ে পানি ভরতে এগিয়ে এলেন। সবার বিষয়টি নিশ্চিত করার জন্য সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল পপি বিনয়ের সঙ্গেই বললেন- গ্লাসে খেয়ে নেন, বোতলে ভরবেন না।
এর মধ্যে দেখা গেলো একদল শিক্ষার্থী এসে লাইনে দাঁড়িয়ে গেলো। তাদের দেখে আরো অনেকেই এসে পিপাসা মিটিয়ে নিলেন। এভাবেই মেলা প্রাঙ্গণের হাজারও ক্রেতা দর্শনার্থীকে নিরাপত্তার সঙ্গে সঙ্গে সেবাও দিচ্ছে পুলিশ। কেবল একটু পানি পানেই কতোনা কৃতজ্ঞতা ঝরে পড়ছে তাদের মুখ থেকে।
নাঈমুল ইসলাম নামের এক শিক্ষক বাংলানিউজকে বলেন, পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষ চায় পুলিশ বন্ধুই থাক। পুলিশকে মানুষ ভয় পেতে নয় আপন করে নিতেই ভালোবাসে। এই বাহিনীর উচিত জনগণের মন থেকে ভীতি দূরে আরো বেশি জনমুখী উদ্যোগ নেওয়া।
মেলায় পুলিশের পক্ষ থেকে দৈনিক ৪০ জারের মতো বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
ইইউডি/জেডএস