জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের জুতো চুরি করে ধরা খেলো তককো। কিন্তু তাতে কী হয়েছে? জাফর ইকবাল সাহেব তককোর ওপর রাগ করলেন না।
খবরটি ছিল― দু’টি নিউট্রন স্টারের সংঘর্ষের; মিলিয়ন-বিলিয়ন আলোকবর্ষ দূরের সেই সংঘর্ষ থেকে হীরকখণ্ড ঝরে পড়ছে মহাকাশে। মহাকাশে হীরে ঝরার এই কথোপকথন কানে আসে তককোর। সে একটু দূরে সোফায় ঘুমোচ্ছিল। ব্যস!... মুহম্মদ জাফর ইকবাল তো আর যা তা ব্যক্তি নন। কোনো অমূলক বিষয়ে তিনি আলাপ করবেন না।
কাজেই মহাকাশের হীরে নিয়ে মানুষকে লোভ দেখানোর একটা ফন্দি আঁটে তককো। সঙ্গে জুটে গেলো ভিখারি ফককো। তককো-ফককোর সেই ফন্দি আর ধরা-খাওয়ার ঘটনাগুলোই ফুটে উঠেছে এই বইয়ের কাহিনিতে।
তককো ও ফককো
প্রচ্ছদ: রঞ্জু আহমেদ
প্রকাশক: কলি প্রকাশনী
মেলার স্টল নম্বর: ৪১১, ৪১২
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এএ