ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বইমেলা

বইমেলায় রাকিব হাসান রাহুলের প্রথম বই

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
বইমেলায় রাকিব হাসান রাহুলের প্রথম বই

ঢাকা: অমর একুশে বইমেলায় গ্রন্থিক প্রকাশন থেকে বেরিয়েছে তরুণ গীতিকবি রাকিব হাসান রাহুলের প্রথম কবিতার বই ‘কেমন আছো ঈশ্বর। ’

প্রায় অর্ধশতাধিক কবিতা আছে বইটিতে, যার প্রচ্ছদ করেছেন মোরশেদ মিশু।

বইটি মেলায় পাওয়া যাচ্ছে ৫০০-৫০১ নম্বর স্টলে।

প্রথম কবিতার বই প্রকাশের অনুভূতি নিয়ে রাকিব বলেন, কবিতা লিখবো ভেবে লেখালেখি শুরু করেছিলাম। কিন্তু এর মধ্যে মানুষের অনুপ্রেরণা ও প্ররোচণায় অনেক গীতিকবিতা লিখে ফেলেছি। কবি হতে গিয়ে পরিচয় হয়েছে গীতিকবির। শেষ পর্যন্ত একটা কবিতার বই হলো, এটুকুই স্বস্তির।

‘জাদুকর’, ‘মায়াবী আলোতে’, ‘মন তুই’সহ বেশ কিছু জনপ্রিয় গানের গীতিকবি রাকিব। তার লেখা গীতিকবিতা গেয়েছেন হাবিব ওয়াহিদ, বাপ্পা মজুমদার, তাহসান, অদিত, প্রীতম হাসানের মতো সুরকার-গায়করা।

রাকিবের জন্ম ঢাকার কেরাণীগঞ্জে, ১৯৯৪ সালের ২৭ আগস্ট।

তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের শিক্ষার্থী। পড়েছেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ। বর্তমানে বিজ্ঞাপনী সংস্থা মাইম৩৬০-এ কপি রাইটার হিসেবে কর্মরত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।