ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

বাজেট

সমবায় সমিতির আয়ের ওপর করারোপের প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জুন ৪, ২০১৫
সমবায় সমিতির আয়ের ওপর করারোপের প্রস্তাব

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সমবায় সমিতির (কোঅপারেটিভ সোসাইটি) আয়ের ওপর করারোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
বৃহস্পতিবার (৪ জুন) অর্থমন্ত্রী ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিতে বাজেট বক্তৃতায় এ করারোপের প্রস্তাব করেন।


 
অর্থমন্ত্রী বলেন, আইনে সমবায় সমিতির জন্য পৃথক কর হার নেই। যদিও দারিদ্র বিমোচনসহ দেশের প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নে এসব সমিতি ভূমিকা রাখছে।
 
দেশে সমবায় আন্দোলনকে উৎসাহিত করতে কৃষি ও কুটির শিল্প সংশ্লিষ্ট খাত ব্যতীত সমবায় সমিতির অন্যান্য আয়ের ওপর ১৫ শতাংশ করারোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
 
এছাড়া মৎস্য চাষ খাতের আয় করমুক্ত করায় এর অপব্যবহার করা হয়েছে উল্লেখ করে এ খাতের আয়ের ওপর করহার সুবিধা প্রত্যাহারেরও প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

সমবায় অধিদপ্তরের হিসেব মতে, বর্তমানে সারাদেশে ১ লাখ ৯৪ হাজার ৬৬২টি সমবায় সমিতি রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ০৪ জুন, ২০১৫
আরইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।