ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

কালনী-কুশিয়ারা নদীর পানি বাড়ছেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
কালনী-কুশিয়ারা নদীর পানি বাড়ছেই

হবিগঞ্জ: হবিগঞ্জে কালনী-কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরের দিকে পানি পরিমাপের এ হিসেব দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) হবিগঞ্জ কার্যালয়।

 

এর আগের ২৪ ঘণ্টায় কালনী-কুশিয়ারার পানি ছিল বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপরে; অর্থাৎ পাউবোর পানি সমতলের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় এ নদীর পানি ৭ সেন্টিমিটার বেড়েছে।

তবে হবিগঞ্জের প্রধান নদী খোয়াইয়ের হবিগঞ্জ জেলা ও চুনারুঘাট উপজেলা অংশে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পাউবো হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন বলেন, ভারী বর্ষণ হওয়ায় উজানের পানি নামা অব্যাহত আছে। বিষয়টি তাদের কার্যালয় সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখছে।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।