খুলনা: হঠাৎ কয়েকদিন ধরে প্রকৃতিতে শীতের অনুভূতি। পঞ্জিকার অনুশাসন মানছে না ঋতুচক্র।
হঠাৎ এ শীতের প্রভাব অবাক করে দিচ্ছে অনেককে। শীতের কাপড় পরবে না সঙ্গে নিয়ে বের হবে তা নিয়েও দ্বিধাগ্রস্ত মানুষ। কেন এমন আবহাওয়া প্রশ্ন অনেকের মুখে। শীতের যাই-আসি ভাব যেন যাচ্ছেই না। এতে বাড়ছে রোগ-ব্যাধি।
খুলনা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আমিরুল আজাদ বাংলানিউজকে জানান, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার এমন আচরণ। যার কারণে শীতের সময় শীত কম থাকছে, বৃষ্টির সময় বৃষ্টি হয় না, তাপমাত্রা বেশি হয়। এ ছাড়া এখন তাপমাত্রা সামান্য বেড়ে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে, যা সামনে আরও বাড়লে শীত কমে যাবে। আগামী ১৫ মার্চের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহখানেকের মধ্যে গরম বেড়ে গেলে শীত কমে যাবে।
বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৪
এমআরএম/আরবি