ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পটুয়াখালীতে ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মে ২০, ২০২৪
পটুয়াখালীতে ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

পটুয়াখালী: পটুয়াখালীতে টানা আড়াই ঘণ্টার বৃষ্টিপাতে জনদুর্ভোগ নেমে এসেছে। টানা বর্ষণের ফলে শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

 

সোমবার (২০ মে) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত ১১২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস।

এদিকে ছাতা ছাড়া বের হয়ে শ্রম ও পেশাজীবী মানুষ বিভিন্ন দোকানপাটে দীর্ঘক্ষণ আটকে থাকতে দেখা গেছে।

পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ মো. রাহাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পটুয়াখালীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ। এতে দিনের শুরুতে কিছুটা অস্বস্তি ছিল।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ২০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।