ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

উষ্ণ হচ্ছে ভূ-গর্ভস্থ পানিও!

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
উষ্ণ হচ্ছে ভূ-গর্ভস্থ পানিও!

ঢাকা: জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভূ-গর্ভস্থ পানির উষ্ণতাও আনুপাতিক হারে বাড়ছে বলে নতুন এক গবেষণায় বলা হচ্ছে।

গবেষকদের মতে, বৈশ্বিক উষ্ণতা সরাসরি ভূ-গর্ভস্থ পানিতে প্রভাব ফেলছে।



সম্প্রতি একটি জার্নালে সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখ জিওলোজিক্যাল ইনস্টিটিউটের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পিটার বায়ার গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেন।

পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ৬০ মিটার গভীরে পানির স্তর হওয়ায় গত ৪০ বছরে ভূ-গর্ভস্থ পানি আশঙ্কাজনক হারে উষ্ণ হয়েছে। বৈশ্বিক গড় উষ্ণায়ণের পাশাপাশি বিভিন্ন দেশের ভৌগলিক ও আবহাওয়াগত বৈশিষ্ট্যের কারণেও এ মাত্রার পার্থক্য হচ্ছে।

প্রতিবেদনে, সুইজারল্যান্ডের কোলোগনি ও কার্লস্রুহি শহরের দীর্ঘমেয়াদী গবেষণা তথ্য প্রকাশ করা হয়। গত ৫০ বছরে প্রতি যুগে বৈশ্বিক উষ্ণতা বেড়েছে ০.১৩ ডিগ্রি সে.।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।