ঢাকা, রবিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ফটিকছড়িতে ৪ লাখ টাকার চোরাই কাঠ জব্দ

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
ফটিকছড়িতে ৪ লাখ টাকার চোরাই কাঠ জব্দ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট-গোবানিয়া সড়কের শ্বেতছড়া এলাকা থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের চোরাই কাঠসহ একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ।

শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর ৪টার দিকে চট্টগ্রাম উত্তর বন বিভাগ শহর রেঞ্জের বিশেষ টহল বাহিনী অভিযান চালিয়ে পাচারের সময় কাঠগুলো জব্দ করে।

অভিযানে নেতৃত্বে দেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা সৈয়দ মাহমুদুল্লাহ।

এ ঘটনায় একটি বিভাগীয় বন মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

টিমের সদস্য ফরেস্টার মহসীন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিশেষ টহল বাহিনী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত থেকেই ফটিকছড়ির নারায়ণহাট এলাকায় অবস্থান নেয়। রাতভর অপেক্ষার পর ভোর ৪টার দিকে চোরাই কাঠবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২৬২) জব্দ করা হয়। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের অবৈধ কাঠ উদ্ধার করা হয়।

অভিযানে অংশ নেন ফরেস্টার মহসীন তালুকদার, বনকর্মী জাহাঙ্গীর আলম, ইলিয়াছ রশিদ, জসিম উদ্দিন প্রমুখ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।