ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বাগেরহাটে মেছো বাঘ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
বাগেরহাটে মেছো বাঘ আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: খাদ্যের সন্ধানে লোকালয়ে আসা একটি মেছো বাঘকে ফাঁদ পেতে আটক করেছে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বিষ্ণুপুর দক্ষিণপাড়া গ্রামের লোকজন।
 
মেছোবাঘটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয় আবজাল শেখের বাড়িতে ফাঁদ পেতে বাঘটিকে আটক করা হয়।

পরে, মেছো বাঘটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। মেছো বাঘটি চার ফুট লম্বা। বয়স আনুমানিক দুই বছর।
 
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বাঘটিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী বনে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।
 
দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আমির হোসাইন চৌধুরী জানান, ভৈরব নদ সংলগ্ন সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বিষ্ণুপুর দক্ষিণ পাড়ার গ্রামের মানুষ বেশ কিছুদিন ধরে মেছো বাঘ আতঙ্কে ভুগছিলেন।
 
মেছো বাঘটি একের পর এক ওই গ্রামের মানুষের হাঁস, মুরগী ও ছাগল নিধন করায় তারা অতিষ্ঠ হয়ে বাঘটিকে ধরার কৌশল করতে থাকেন।
 
সেই কৌশলের অংশ হিসেবে স্থানীয় আবজাল শেখের বাড়িতে একটি কাঠের বাক্স তৈরি করে তার সামনে একটি মুরগি দিয়ে ফাঁদ পেতে রাখা হয়। ওই মুরগি শিকার করতে এসে শুক্রবার রাত সাড়ে ১১টার ওই কাঠের বাক্সে বাঘটি আটকা পড়ে।  
 
পরে গ্রামবাসী বাঘ আটকের কথা বনবিভাগকে জানায়। বনবিভাগ ঘটনাস্থল থেকে রাতেই মেছো বাঘটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে।  
 
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।