ঢাকা: প্রকৃতিতে প্রতিদিন প্রতি মুহূর্তেই ঘটছে মজার মজার অনেক ঘটনা। প্রকৃতি নিজেই একটা গল্পের ঝুড়ি।
ঘোড়ায় চড়ার শখ কি কেবল মানুষেরই আছে? ব্যাঙ বলে বুঝি তার কোনো সাধ নেই? ঘোড়ার পিঠে না হয় নাই চড়া হলো। তাতে কি!
গুবরে পোকার পিঠে চড়েই না হয় সেই শখ মিটলো। তাই বুঝি ব্যাঙকুমার চড়ে বসলেন গুবরে পোকার পিঠে।
ফ্লাইং ফ্রগ নামের হলুদরঙা এই ব্যাঙটি পোকার পিঠে শুধু চড়েই ক্ষান্ত নয়, তার শিং ধরেও বুঝি এগিয়ে যাওয়ার তাগিদ দিচ্ছে।
কিন্তু গুবরে পোকা ব্যাপারটিকে মেনে নিতেই নারাজ। ওড়ার ব্যর্থ চেষ্টাই করছে সে। ছবিগুলো তুলেছেন স্থানীয় ফটোগ্রাফার হেন্ডি এমপি। ইন্দোনেশিয়ার কালিমান্টন বারাটের নিজ বাসস্থানের সামনে থেকে ছবিগুলো তুলেছেন তিনি।
হেন্ডি জানান, অসাধারণ একটা মুহূর্ত ছিল এটা। ব্যাঙটা গুবরে পোকাটিকে দেখেই সিদ্ধান্ত নিলো তার পিঠে চড়ে বসার।
তিনি আরও বলেন, দেখে মনে হচ্ছিলো যে ব্যাঙটি কাউবয় আর পোকাটি হলো বুনো ষাঁড়। ব্যাঙটি ডান পা বাতাসে ভাসিয়ে রেখেছিলো। ব্যাঙটি প্রায় পাঁচ মিনিটের মতো পোকাটির পিঠে ছিলো। পোকাটি প্রথমে বিরক্ত হলেও পরে ঠিকই তাকে নিয়ে চড়ে বেড়িয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫