ঢাকা: শিরোনাম দেখে অবাক লাগলেও সত্যি এ ঘটনাটি ঘটেছে আমেরিকার পূর্ব টেক্সাসে। পয়েন্ট ৩৮ রিভলবার হলেও আরমাডিলোর শক্ত বর্ম ভেদ করতে পারেনি পরপর ছোড়া তিনটি গুলি!
ক্যাস কাউন্টির মুখপাত্র ল্যারি রো বলেন, টেক্সারকানা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে বাড়ি থেকে বের হয়ে তার জমি দেখতে যান ওই ব্যক্তি।
হঠাৎ একটি আরমাডিলো তার চোখে পড়ার সঙ্গে সঙ্গে কোমর থেকে রিভলভার বের করে গুলি পরপর তিনটি গুলি চালান। গুলিতো আরমাডিলোর শক্ত বর্ম ভেদ করেইনি, বরং একটি গুলি বুমেরাং হয়ে ফিরে এসে ওই ব্যক্তির চোয়ালে লাগে।
সেসময় তার স্ত্রী বাড়িতেই ছিলেন। পরে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে আকাশপথে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে, জানান রো।
শুক্রবার (৩১ জুলাই) তিনি আরও জানান, আহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি এবং প্রাণীটিকেও পরে আর খুঁজে পাওয়া যায়নি।
আরমাডিলো এমন একটি প্রাণী যারা শিকারির হাত থেকে বাঁচতে নিজেকে একটি বলের মতো নিজেকে গুটিয়ে নিতে পারে। এরা মূলত থাকে মাটির নিচে গর্ত করে।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
এটি/এএ