ঢাকা: ইঁদুর কখনো-সখনো বেশ বড় সাইজের হয়। দেখতে তখন লাগে খরগোশের মতো।
পৃথিবীতে এমন এক প্রজাতির হরিণ রয়েছে যারা বড় হলে খরগোশ বা বড় আকারের ইঁদুরের সমান হয়।
কাঁপা কাঁপা পায়ে ধাপ ফেলা দেখে মনে হতে পারে ইঁদুর সাইজের এই শিশু জাভা হরিণগুলো মাত্র পৃথিবীতে এলো।
ডাচ চিড়িয়াখানায় এক সপ্তাহ আগে জন্ম নেওয়া এ হরিণ দেখে অনেকেই মন্তব্য করেছেন, এটি ইঁদুর ও ১৯৪২ সালে ডিজনি প্রোডাকসন্স নির্মিত অ্যানিমেটেড চলচ্চিত্র বাম্বির প্রধান চরিত্র বাম্বির শঙ্কর।
নতুন শাবকটি এখন ছোট আকৃতির খরগোশ প্রজাতি হ্যামস্টারের সমান এবং বড় হলে সাধারণত যে খরগোশগুলো আমরা দেখতে পাই তার সমান হবে।
বড় হলে এদের ওজন দাঁড়ায় সর্বোচ্চ প্রায় ৫ পাউন্ড (৩.৫ কেজি), আর এর পায়ের আকার হয় একটি পেন্সিলের সমান।
অন্য প্রাণীর শাবকের মতোই এরা মায়ের কাছাকাছি থাকতে পছন্দ করে। তবে এরা খুবই চৌকস।
এই হরিণগুলো থাইল্যান্ডের বোর্নিও ও সুমাত্রার জঙ্গলে পাওয়া যায়। পরে তাদের স্থান হয় ডাচ চিড়িয়াখানা ন্যাচুরা আর্টিস ম্যাগিস্ট্রায়। ছবিগুলো এই চিড়িয়াখানা থেকে তোলা।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এটি/এএ