ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সুন্দরবন বিনাশী অপতৎপরতা বন্ধের দাবিতে স্থিরচিত্র প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
সুন্দরবন বিনাশী অপতৎপরতা বন্ধের দাবিতে স্থিরচিত্র প্রদর্শনী ছবি: সংগৃহীত

সিলেট: সুন্দরবন বিনাশী সব অপতৎপরতা বন্ধের দাবিতে সিলেটে প্রতিবাদী স্থিরচিত্র প্রদর্শন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এতে সুন্দরবনে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের শতাধিক আলোকচিত্র প্রদর্শন করা হয়।



রোববার (১৩ মার্চ) বিকেলে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ প্রদর্শনীর আয়োজন করে সংগঠনটির সিলেট জেলা শাখা।

চিত্র প্রদর্শনী চলাকালে ছাত্র ইউনিয়নের জেলা শাখার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় দর্শনার্থীরা সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাণ প্রকৃতি রক্ষায় উদ্যোগ গ্রহণ ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

পরে সন্ধ্যায় চিত্র প্রদর্শনী শেষে রাজু দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদ মঈন হোসেন রাজুর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এএএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।