কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বাংলানিউজকে বলেন, ঝড়টি ৪৬ কিলোমিটার গতিতে কক্সবাজার উপকূল অতিক্রম করছে। তবে টেকনাফ ও সেন্টমার্টিনে এর গতিবেগ ১শ’ কিলোমিটারের ওপরে।
তবে ঢাকাস্থ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক ভোর পৌনে ৬টায় বাংলানিউজকে বলেন, ঝড়টি এখনো কক্সবাজার থেকে দেড়শ’ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর প্রভাবে টেকনাফে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
হারিকেন নিউজের সর্বশেষ স্যাটেলাইট ইমেজ অনুযায়ী, ঘণ্টায় মাত্র ১৬ কিলোমিটার গতিতে টেকনাফ থেকে উত্তর দিকে অগ্রসর হচ্ছে মোরা।
তবে মাঝারি শক্তির এই ঝড়ের জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার যথার্থতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, মে ৩০, ২০১৭
জেডএম/