মঙ্গলবার (২১ মে) সকালে ইউনিয়নের দারভাঙ্গা গ্রামে হরিণটিকে ধরা হয়।
স্থানীয় বাসিন্দা আইয়ুব খান বাংলানিউজকে বলেন, হরিণটি দেখতে পেয়ে এলাকাবাসী ধাওয়া দেয়।
এলাকাবাসীর ধারণা, দু’টি হরিণ সোনারচর অথবা চর কুকরী-মুকরী থেকে লোকালয়ে চলে এসেছে। তবে এখনও অপর হরিণটি উদ্ধার করা সম্ভব হয়নি।
বন বিভাগের চর মোন্তাজ রেঞ্জের কর্মকর্তা অমিতাব বসু বাংলানিউজকে বলেন, খাবার ও মিঠা পানির সন্ধানে চিত্রা হরিণটি লোকালয়ে ঢুকে পড়ে। এটিকে উদ্ধারের পর স্থানীয় ও বিট অফিসারের উপস্থিতে সোনারচর অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয়রা আরও একটি হরিণের খবর দিয়েছেন জানিয়ে ওই কর্মকর্তা বলেন, সেটিও উদ্ধারের চেষ্টা চলেছে।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, মে ২১, ২০১৯
জিপি