রোববার (৩ নভেম্বর) দুপুরে হাইল হাওরে জলচর পাখি দু’টি অবমুক্ত করা হয়। পাখিদের আকাশে উড়িয়ে দেওয়া সেই তিন ক্ষুদে শিক্ষার্থী হলো- শ্রেয়ান, ঋদ্ধি ও পেখম।
সূত্র জানায়, শ্রীমঙ্গল নতুনবাজার এলাকায় রোববার সকালে একজন শিকারি কিছু পাখি বিক্রির জন্য নিয়ে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সাংবাদিক হৃদয় দেবনাথ ও বন্যপ্রাণী আলোকচিত্রী খোকন থৌনাউজাম ঘটনাস্থলে পৌঁছে একটি পাতি-সরালি হাঁস উদ্ধার করেন।
তবে, উদ্ধারকারী দু’জনের অবস্থান টের পেয়ে আগেই শিকারি পালিয়ে যায়।
এদিকে, শনিবার (২ নভেম্বর) কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা এলাকা থেকে খোকন থৌনাউজাম একটি দেশি কানিবক ও দু’টি লাল-রাজঘুঘুর (Red Rurtle Dove) বাচ্চা উদ্ধার করেন।
রোববার ওই দেশি কানিবক ও পাতি-সরালি হাঁস অবমুক্ত অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন সংবাদকর্মী হৃদয় দেবনাথ ও সুভাষ দাস তপন, বন্যপ্রাণী আলোকচিত্রী খোকন থৌনাউজাম এবং পরিবেশপ্রেমী সোহেল শ্যাম।
লাল-রাজঘুঘুর ছানা দু’টিকে পর্যবেক্ষণ ও সেবা-শুশ্রুষার জন্য রাখা হয়েছে। উড়তে শিখলেই তাদের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানান পাখিপ্রেমীরা।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
বিবিবি/এফএম/এএ