পঞ্চগড়: পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ নিচের দিকে নামলেও বুধবার (২৩ ডিসেম্বর) তা কিছুটা উপরে উঠেছে।
সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
সরেজমিনে দেখা গোছে, সকাল সকাল সূর্যের মুখ দেখা গেলেও ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। অন্যদিকে প্রায় প্রতিদিনই সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত পুরো দমে নামছে শীত ও কুয়াশা।
স্থানীয়রা জানান, এবারের শীত মৌসুমে করোনার দোহাই দিয়ে দোকানিরা শীতের পোশাকের দাম বাড়িয়ে দিয়েছেন। এতে করে বিপাকে পড়েছে নিম্নআয়ের পরিবারগুলো।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বাংলানিউজকে জানান, সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় রেকর্ড করা হয় ৮ দশমিক ৫।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এসআই