ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

নাম পরিবর্তন করে পাবলিক লিমিটেড কোম্পানি হলো এনার্জিপ্যাক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
নাম পরিবর্তন করে পাবলিক লিমিটেড কোম্পানি হলো এনার্জিপ্যাক

ঢাকা: সম্প্রতি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের নাম পরিবর্তন করে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি করেছে।

এনার্জিপ্যাক বাংলাদেশের শীর্ষস্থানীয় পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলোর মধ্যে একটি।

সর্বোচ্চ মানের অ্যান্ড-টু-অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সলিউশন দিতে কাজ করে যাচ্ছে এই কোম্পানি।

নাম পরিবর্তন কোম্পানি আইন, ১৯৯৪ (২০২০ সালের ২৬ নভেম্বর সংশোধিত আইন) এর ১১-কএ ধারা অনুযায়ী করা হয়েছে।  

১৪ জুন অনুষ্ঠিত কোম্পানির সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের (প্রতিষ্ঠানের অংশীজন) সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্টেকহোল্ডারসহ এনার্জিপ্যাকের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এখন থেকে পরিবর্তিত নাম ব্যবহার করতে অনুরোধ জানিয়েছে এনার্জিপ্যাক।

বুধবার (২০ সেপ্টেম্বর) এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।