ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

ওয়ান ব্যাংকের উদ্যোগে জাতীয় শুদ্ধাচার বিষয়ক অংশীজনের অংশগ্রহণ সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, মে ৬, ২০২৫
ওয়ান ব্যাংকের উদ্যোগে জাতীয় শুদ্ধাচার বিষয়ক অংশীজনের অংশগ্রহণ সভা

ঢাকা: ওয়ান ব্যাংক পিএলসি গত ২৭ এপ্রিল যশোর শাখায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অংশ হিসেবে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ে ‘সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণ সভা’ আয়োজন করে।  

সভায় ব্যাংকের গ্রাহক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও অন্যান্য অংশীজন অংশগ্রহণ করেন এবং মতবিনিময় করেন।

 

সভায় স্বাগত বক্তব্য দেন ব্যাংকের খুলনা জোন প্রধান ও ইভিপি আবু সাঈদ মো. আব্দুল মান্নাফ।  

ব্যাংকের অপারেশনস ডিভিশনের ইভিপি ও ইনচার্জ মো. জাহিদুল ইসলাম, এসভিপি ও হেড অফ ট্রেনিং মোহাম্মদ মাসুদুল হক।

মো. জাহিদুল ইসলাম, ইভিপি ও ইনচার্জ, অপারেশনস ডিভিশন; মোহাম্মদ মাসুদুল হক, এসভিপি ও হেড অফ ট্রেনিং; এবং কাওসারা সাত্তার, এসএভিপি, মানবসম্পদ বিভাগ, প্রধান কার্যালয় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের প্রয়োজনীয়তা এবং অংশীজনের ভূমিকা ও দায়িত্ব বিষয়ে আলোকপাত
করেন।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।