ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক ও ডিরেক্টর অ্যাডমিশন গিয়াস উদ্দিন। ইনসাফ বারাকাহ হাসপাতালের এজিএম মুহা. হাফিজুর রহমানসহ আরও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) হোসাইন মোহাম্মদ দুলাল, মেডিকেল ক্যাম্পের কো-অর্ডিনেটর মো. মোবারক করিম, মো. হিরো মিয়া, মো. ইমরান হোসেন, বর্ষা অধিকারী, রুবিনা ইয়াসমিন, মুক্তা আক্তার, মো. শফিকসহ ডাক্তার নার্স প্রমুখ।
দিনব্যাপী এ আয়োজনে আইএসইউ পরিবারের সদস্যদের কিডনি সম্পর্কিত পরীক্ষা, রক্তের নমুনা সংগ্রহ এবং ব্লাড প্রেশার চেক-আপসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চিকিৎসক দেওয়া হয়।
এএটি