ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন এনার্জিপ্যাক সিইও হুমায়ুন রশিদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন এনার্জিপ্যাক সিইও হুমায়ুন রশিদ

ঢাকা: বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) হুমায়ুন রশিদ।  

শনিবার (১১ নভেম্বর) ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ‘৫০০-৯৯৯ কোটি টাকার বার্ষিক ব্যবসায়িক আয়’ ক্যাটাগরিতে ‘চিফ এক্সেকিউটিভ অফিসার/ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি।

দেশের অন্যতম পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি হিসেবে এনার্জিপ্যাককে গড়ে তুলতে অসামান্য অবদান ও নেতৃত্বের সাক্ষর রেখেছেন হুমায়ুন রশীদ। উদ্ভাবনী চিন্তা ও সুদক্ষ ব্যবস্থাপনার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা পেয়েছেন তিনি।  

এটুআই-এসপায়ার টু ইনোভেট, স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক ও ন্যামকনের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২৩ আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এ পুরস্কারের মাধ্যমে দেশের ব্যবসা খাতের শীর্ষ নির্বাহীদের সম্মাননা জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।