ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

বহুজাতিক প্রতিষ্ঠানে ম্যানেজার পদে চাকরির সুযোগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩২, নভেম্বর ২৯, ২০২৩
বহুজাতিক প্রতিষ্ঠানে ম্যানেজার পদে চাকরির সুযোগ

একটি স্বনামধন্য বহুজাতিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র আরটিএম অ্যান্ড কাস্টমার ডেভেলপমেন্ট ম্যানেজার’ পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থী খোঁজা হচ্ছে। আগ্রহী প্রার্থীদের রুট-টু-মার্কেট সম্প্রসারণ ও ক্রেতা উন্নয়নের ওপর নির্ভর করে কৌশল নির্ধারণ ও তা বাস্তবায়ন করায় বিশেষভাবে পারদর্শী হতে হবে।

বিক্রয় দল ও ব্যবসায়িক নেতৃত্বের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি, সফল প্রার্থীদের বিক্রয় কার্যক্রম ব্যবস্থাপনার কৌশলগত দিক-নির্দেশনা, বিক্রয় অনুশীলনের সর্বোচ্চ বাস্তবায়ন, বাজারের ট্রেন্ড সম্পর্কে ধারণা থাকা ও ক্রেতা সম্পর্কের কার্যকর বাস্তবায়নে পারদর্শী হতে হবে।  

প্রার্থীদের স্বনামধন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও এমবিএ ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও থাকতে হবে বহুজাতিক কোনো এফএমসিজি প্রতিষ্ঠানের সেলস ম্যানেজার হিসেবে ন্যূনতম ১২ বছরের কাজের অভিজ্ঞতা। প্রার্থীর কৌশলগতভাবে চিন্তা করার দক্ষতা থাকতে হবে; বিক্রয় কৌশলকে বাস্তবসম্মত ব্যবসায়িক ফলাফলে পরিণত করার দক্ষতা থাকতে হবে।  

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাভার লেটার ও পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি ১৩ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে জিপিও বক্স - ২৯৯৯, ঢাকা, বাংলাদেশ এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা,নভেম্বর ২৮,২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ