ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

গ্রামবাংলার ঐতিহ্যের নবান্ন উদযাপন ভার্চ্যুয়াল জগতে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
গ্রামবাংলার ঐতিহ্যের নবান্ন উদযাপন ভার্চ্যুয়াল জগতে

ঢাকা: গ্রামবাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব এখন আয়োজিত হচ্ছে ভার্চ্যুয়াল জগতেও। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চাষী চিনিগুঁড়া চাল আয়োজিত নবান্ন উৎসবের এবারের আসরে অংশগ্রহণকারীরা ঐতিহ্যের পিঠার সঙ্গে পরিচিত হয়েছেন, গেম খেলেছেন, সঙ্গে কুইজের উত্তরও দিয়েছেন।

 

‘নবান্ন’ অর্থ ‘নতুন অন্ন’। সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর নতুন ধান থেকে প্রস্তুত হওয়া চাল দিয়ে পিঠা-পায়েস তৈরি হওয়া উপলক্ষে আয়োজিত হয় বাংলার কৃষকদের চিরায়ত এ উৎসবটি। বাঙালির লোকজ ঐতিহ্যকে ধারণ করা এ উৎসবের আয়োজন সময়ের সঙ্গে সঙ্গে নাগরিক ব্যস্ততায় অনেকের জীবন থেকেই হারিয়ে যেতে বসেছে। ঐতিহ্যকে বাঁচিয়ে রেখে সবার মধ্যে ছড়িয়ে দিতে দেশি ব্র্যান্ড হিসেবে কৃষকদের আনন্দের এ উৎসব একটু ভিন্নভাবে ২০২০ সাল থেকে উদযাপন করে আসছে চাষী চিনিগুঁড়া চাল। প্রতিবছরের মতো এবারও chashinobannoutshob.com ওয়েবসাইটে গিয়ে এ উৎসবের অংশ হয়েছে সর্বসাধারণ। সাইটে ঢুকে তারা জানতে পেরেছে বাংলার চিরায়ত পুঁথিপাঠে নবান্নের ইতিহাস আর নবান্নের বাহারি পিঠার রেসিপির ভিডিও। সঙ্গে এআর ফিল্টারের মাধ্যমে কুইজ, পিঠা নিয়ে গেমস, ইত্যাদিতে অংশ নিয়ে সর্বোচ্চ স্কোরারদের একজন হয়ে তারা পাচ্ছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ