ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

কর্পোরেট কর্নার

ঢাকায় অ্যাঙ্কার-কন্ট্রিভেন্সের গ্র্যান্ড পার্টনার মিট অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১১, অক্টোবর ১৯, ২০২৫
ঢাকায় অ্যাঙ্কার-কন্ট্রিভেন্সের গ্র্যান্ড পার্টনার মিট অনুষ্ঠিত

বিশ্বের নাম্বার ওয়ান চার্জিং ব্র্যান্ড ও স্মার্ট টেকনোলজিতে বিশ্বখ্যাত অ্যাঙ্কার ইনোভেশনস আয়োজন করেছিল গ্র্যান্ড ডিলার মিট অ্যান্ড প্রোডাক্ট শোকেস ২০২৫ ইভেন্ট।  যা অনুষ্ঠিত হয় ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়।

ইভেন্টটিতে অংশ নেন কনট্রিভেন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন দেশের প্রধান ডিলার ও পার্টনাররা।

এটি অ্যাঙ্কার ব্র্যান্ডের বাংলাদেশে প্রোডাক্ট মার্কেট সম্প্রসারণ ও উন্নয়নের পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করছে। যেহেতু বর্তমানে বাংলাদেশে কনট্রিভেন্স ইন্টারন্যাশনাল ছাড়া অ্যাঙ্কারের আর কোনো অনুমোদিত ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান নেই, সেহেতু প্রতিষ্ঠানটি সারাদেশে অ্যাঙ্কারের উপস্থিতি আরও শক্তিশালী করতে, খুচরা বিক্রয়ের নেটওয়ার্ক বাড়াতে এবং গ্রাহকদের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

এই ইভেন্টটি ছিল পার্টনারদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা, বর্তমান টেক বাজার সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় এবং অ্যাঙ্কারের সর্বশেষ প্রোডাক্ট ইনোভেশন উপস্থাপনের একটি প্ল্যাটফর্ম।

অতিথিরা সরাসরি অ্যাঙ্কারের নতুন প্রযুক্তিগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করেন — যা ব্র্যান্ডটির গুণগত মান, নির্ভরযোগ্যতা ও ভালো প্রোডাক্ট ডিজাইনের আবারও প্রমাণ দেয়। এ ছাড়া  ইভেন্টে সেরা পারফর্ম করা পার্টনার, যাদের অবদান বাংলাদেশে অ্যাঙ্কারের অবস্থানকে আরও শক্তিশালী করেছে, তাদের স্বীকৃতি দেওয়া হয়। এই পার্টনারশিপের মাধ্যমেই অ্যাঙ্কার একটি টেকসই ও লাভজনক মার্কেট ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য নিয়েছে, যা রিটেইলার, ডিস্ট্রিবিউটর ও গ্রাহক— সবার জন্যই উপকারী হবে।

উজায়ের লতিফ (সেলস ম্যানেজার, দক্ষিণ এশিয়া, অ্যাঙ্কার) বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মার্কেট। আমরা আমাদের পার্টনারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে অ্যাঙ্কার এর বিশ্বমানের প্রযুক্তিকে আরও বেশি মানুষের নাগালে পৌঁছে দিতে চাই এবং একসঙ্গে একটি আরও শক্তিশালী প্রযুক্তি মার্কেট তৈরি করতে চাই।

কন্ট্রিভেন্স ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মি. ইয়াদিল আলম বলেন, আজ অ্যাঙ্কার বাংলাদেশের একটি জনপ্রিয় ব্র্যান্ড— চার্জার, হেডফোন, স্পিকারসহ অন্যান্য সব অসাধারণ পণ্যগুলোর মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে কন্ট্রিভেন্স ও অ্যাঙ্কার এর ডিলার এবং রিটেইলারদের সাপোর্টের কারণে।

সম্প্রতি বাজারে অ্যাঙ্কারের অনেক নকল ও রিফার্বিশড পণ্য ছড়িয়ে পড়েছে। আমরা গ্রাহকদের জানাতে চাই— কেবলমাত্র কনট্রিভেন্সের ১৮ মাসের অফিসিয়াল ওয়ারেন্টিযুক্ত অ্যাঙ্কার পণ্যই আসল। এই আসল পণ্যগুলো কনট্রিভ্যান্সের ওয়ারেন্টি স্টিকারের মাধ্যমে সহজেই চেনা যাবে।

ইভেন্টে আরও ঘোষণা দেওয়া হয় যে, খুব শিগগিরই বাংলাদেশে আসছে সাউন্ডকোর আর৬০আই — অ্যাঙ্কারের পরবর্তী প্রজন্মের নয়েজ-ক্যান্সেলিং ইয়ারবাড। মডেলটি এবারের শেষ নাগাদ অফিসিয়ালি উন্মোচন করা হবে, যা সাউন্ডকোরের প্রিমিয়াম অডিও লাইনআপকে আরও বিস্তৃত করবে। এ আয়োজনের মাধ্যমে অ্যাঙ্কার বাংলাদেশের স্মার্ট টেকনোলজি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার জন্য তাদের দীর্ঘমেয়াদি ভিশন পুনর্ব্যক্ত করেছে। যার প্রধান উদ্দেশ্য— বিশ্বাস, প্রযুক্তি ও পারস্পারিক সফলতার মাধ্যমে পার্টনারশিপ গড়ে তোলা।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ