মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মি. ডিআইওয়াই বাংলাদেশের বাজারে তাদের অষ্টম শাখা উদ্বোধন করেছে। নতুন এই আউটলেটটি অবস্থিত বনানী রোড ১১, হাউস ১০৬, ঢাকায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী। যিনি মি. ডিআইওয়াইয়ের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নতুন স্টোরের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মি. ডিআইওয়াই বাংলাদেশের বিভিন্ন বিভাগের কর্মকর্তা— সাইয়েদ নূর আনোয়ার, হেড অব অপারেশনস; মোহাম্মদ নাসিম আহমেদ, ফাইন্যান্স ম্যানেজার; মো. মাসুদুর রহমান, ইমপোর্ট ম্যানেজার; মোহাম্মদ শাহিন মোল্লা, এইচআর ম্যানেজার; মোহাম্মদ নাজির হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এবং রাহাত নাবি, মার্কেটিং ম্যানেজার।
মি. ডিআইওয়াই কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে টেকসই সম্প্রসারণ ও উন্নত গ্রাহকসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তারা পুনরায় উল্লেখ করেন, ব্র্যান্ডটির মূল প্রতিশ্রুতি হলো— ‘Quality, affordable prices, and a wide variety – a reliable one-stop destination for all your needs.’
নতুন বনানী স্টোরে রয়েছে ১০টি প্রধান ক্যাটাগরিতে ১০,০০০-এর বেশি পণ্য, যার মধ্যে অন্তর্ভুক্ত গৃহস্থালি সামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোটিভ এক্সেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনা সামগ্রী, উপহার, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ এবং গয়না ও কসমেটিক্স, যা প্রতিটি পরিবারের সদস্যের জন্য এক সম্পূর্ণ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।
গ্র্যান্ড ওপেনিং অফার
উদ্বোধন উপলক্ষে ২২ থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে বিশেষ অফার ও উপহার কার্যক্রম। ১,০০০ বা তার বেশি কেনাকাটায় ক্রেতারা পাবেন একটি মি. ডিআইওয়াইয়ের ছাতা। যে কোনো কেনাকাটায় থাকছে মি. ডিআইওয়াই শপিং ব্যাগ। এ ছাড়া গ্রাহকরা MR.DIY Top Fan Campaign-এ অংশ নিয়ে এক্সক্লুসিভ পুরস্কার জয়ের সুযোগ পাবেন।
আরবি