সাভার (ঢাকা): সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী এলাকায় সড়ক দুর্ঘটনায় রাজীব সূত্রধর ওরফে বিপ্লব (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম খান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
নিহত রাজীব মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার নিরঞ্জন সূত্রধরের ছেলে। তিনি আশুলিয়া থানায় লেখক (রাইটার) হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে রেডিও কলোনী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক পার হচ্ছিলেন। সে সময় অজ্ঞাত কোনো যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ অবস্থায় সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ওসি সাজ্জাদ করিম খান বাংলানিউজকে জানান, ওই হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক অজ্ঞাত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এসআরএস