ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

ক্রিকেট

ভারত এখন আর আমাদের আন্ডারডগ মনে করে না: লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
ভারত এখন আর আমাদের আন্ডারডগ মনে করে না: লিটন ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লিটন দাস। ছবি: শোয়েব মিথুন

ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবধানটা এমনিতে অনেক। তবে দু দলের মুখোমুখি লড়াই হলে ছড়ায় রোমাঞ্চ।

সাম্প্রতিক সময়ের প্রায় সব ম্যাচেই উত্তেজনা ছড়িয়েছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও এর ব্যতিক্রম হয়নি।

তিন ম্যাচ ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে ভারত। এই সিরিজে নেই তামিম ইকবাল। তার অনুপস্থিতিতে ওয়ানডে দলের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে তিনি জানালেন, ভারত এখন আর তাদের আন্ডারডগ মনে করে না।

লিটন বলেছেন, ‘আমার মনে হয় তারা খুব ভালো দল। তারা এখন আর আমাদের আন্ডারডগ মনে করে না। আমরা এটা  নিয়ে অনেক রোমাঞ্চিত। কারণ ভারত ভালো দল। আমরা সবাই জানি যদি ভালো ক্রিকেট খেলি এখানে, তাহলে সম্মান বা সবকিছুই পাওয়া যাবে। এটাই মূল বিষয়। ’

ভারতের ব্যাটিং-লাইন আপ এমনিতেই দুর্দান্ত। তার ওপর বিরাট কোহলি আছেন দারুণ ফর্মে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো করেছেন তিনি। লিটন বলছেন, শুধু কোহলি নয়; ভারতের পুরো ব্যাটিং লাইন-আপই ভালো। তবে নিজের বোলারদের নিয়ে আত্মবিশ্বাসী তিনি।

লিটন বলেন, ‘ওদের ব্যাটিং লাইন আপটা ভালো। শুধু কোহলি না, রোহিত-শেখর, রাহুল; যারা আছে। তবে আমরা আত্মবিশ্বাসী আমাদের বোলারদের নিয়ে। আমরা চাচ্ছি ভালো কিছু করতে। ’

বাংলাদেশ সময় : ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।