ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

‘খেলাকে খেলাই থাকতে দাও’—ট্রফি বিতর্কে ভারতের সমালোচনা ডি ভিলিয়ার্সের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, অক্টোবর ২, ২০২৫
‘খেলাকে খেলাই থাকতে দাও’—ট্রফি বিতর্কে ভারতের সমালোচনা ডি ভিলিয়ার্সের সংগৃহীত ছবি

এশিয়া কাপ ২০২৫ ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই শেষ হলেও মাঠের বাইরের নাটক থামছে না। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল।

এতে ক্ষুব্ধ হয়ে নকভি ট্রফি ও মেডেল নিয়ে চলে যান দুবাইয়ের হোটেল কক্ষে।  

এই ঘটনায় তীব্র সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স বলেন, ‘ভারত আসলে খুশি ছিল না কে ট্রফি দিচ্ছে সেটা নিয়ে। আমার মনে হয় না এসব খেলার সঙ্গে থাকা উচিত। রাজনীতি আলাদা, খেলা আলাদা। খেলা তার জন্যই উদযাপিত হওয়া উচিত। ঘটনাটা দেখে খারাপ লাগল। আশা করি ভবিষ্যতে এর সমাধান হবে। এতে খেলোয়াড়রা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে, আর সেটাই সবচেয়ে খারাপ। ’

ভারতের হাতে অপরাজিতভাবে ট্রফি উঠলেও মাঠে হাত মেলানো বা সৌহার্দ্যমূলক আচরণের অনুপস্থিতিই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে বেশি। ডি ভিলিয়ার্সের মতে, এশিয়া কাপে ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন ক্রিকেটকে ছাপিয়ে গেছে।

তবে ভারতীয় ক্রিকেটের শক্তিমত্তা নিয়েও প্রশংসা করেন তিনি। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রেক্ষাপটে ডি ভিলিয়ার্স বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আসল খেলা। ভারতকে খুব শক্তিশালী দেখাচ্ছে। বিশ্বকাপের আগে দারুণ প্রস্তুতি নিচ্ছে। প্রতিভাবান অনেক ক্রিকেটার আছে ওদের দলে, আর বড় মুহূর্তে তারা ভালো খেলতে জানে। এটা দারুণ লাগছে। ’

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।