ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সাকিব কেন বল করেননি, জানালেন হেরাথ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, ডিসেম্বর ১৫, ২০২২
সাকিব কেন বল করেননি, জানালেন হেরাথ ছবি : উজ্জ্বল ধর

ম্যাচের আগে তার চোট শঙ্কা ছিলই। খেলা নিয়ে অনিশ্চয়তার কথাও জানিয়েছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।

পরে অবশ্য মাঠে নেমেছেন সাকিব আল হাসান। ম্যাচের প্রথম দিন হাতও ঘুরিয়েছেন এই অলরাউন্ডার।  

সেদিন ১২ ওভার হাত ঘুরিয়ে ৪ মেডেনসহ ২৬ রান দিয়ে উইকেট শূন্য থাকেন সাকিব। কিন্তু দ্বিতীয় দিনে ভারত ব্যাট করে ৪৩ ওভার ৫ বল। কিন্তু এর মধ্যে একবারও বল হাতে নেননি সাকিব আল হাসান। এ নিয়ে সৃষ্টি হয় কৌতূহলের।  

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিবের বল না করার কারণ জানিয়ে হেরাথ বলেছেন, ‘আমার মনে হয় সে কাঁধে কিছুটা ব্যথা অনুভব করছে। আশা করি সে দ্বিতীয় ইনিংসে বল করবে। আমার মনে হয় সে ১০-১২ ওভার বল করেছে। আমি নিশ্চিত সে সামনের ইনিংসে বল করবে। ’

পরে অবশ্য ব্যাট হাতে নেমেছেন সাকিব। ২৫ বলে ৩ রান করে প্রথম স্লিপে দাঁড়ানো কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন কুলদ্বীপ যাদবের বলে। দলও নেই ভালো অবস্থায়। ৮ উইকেট হারিয়ে ফেলেছে কেবল ১৩৩ রানে। দেড় সেশনেই আট উইকেট হারিয়ে ফেলাকে হতাশাজনক বলছেন হেরাথও।

তিনি বলেছেন, ‘আমাদের স্পিনারদের কৃতিত্ব দিতে হবে। তাইজুল-মিরাজ ভালে করেছে। তারা তাদের শতভাগ দিয়েছে। আপনি যেমন বলেছেন ৮ উইকেট হারানো হতাশাজনক। কিন্তু এটাই টেস্ট ক্রিকেট। আরও তিনদিন বাকি আছে। আমাদের টিকে থাকতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। ’

‘আমি যেটা বলেছি আগেই, টেস্ট ক্রিকেট সহজ না। সবসময় আপনার স্কিল, টেম্পারমেন্ট, ধৈর্যের পরীক্ষা নেবে। এজন্য আপনাকে কঠিন লড়াই করতে হবে। আমরা মোমেন্টাম পেয়েছিলাম কিছু জায়গায়, কিন্তু কোথাও হারিয়েছিও। আমার মনে হয় না এটা টেকনিকের সমস্যা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উন্নতি দরকার। ’

বাংলাদেশ সময় : ১৮৫২ ঘণ্টা, ১৫ ডিসেম্বর, ২০২২ 
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।