ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বিসিবি নির্বাচন ঘিরে চমক: প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৮, অক্টোবর ১, ২০২৫
বিসিবি নির্বাচন ঘিরে চমক: প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে বড় চমক তৈরি হয়েছে। শেষ মুহূর্তে সাধারণ পরিচালক পদে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল।

একসময় বোর্ডে থেকে ক্রিকেট অপারেশনে কাজ করার প্রবল আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।

আজ বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়। তামিম অবশ্য সকাল সাড়ে ১০টাতেই বিসিবিতে আসেন। শুধু তামিম নন, এই ক্রিকেটারপন্থী বেশ কয়েকজন ক্রিকেট সংগঠককেও বিসিবিতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তারাও মনোনয়ন প্রত্যাহার করবেন।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন।  

গঠনতন্ত্র অনুযায়ী, জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে ৭১ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক, ক্লাব ক্যাটাগরি থেকে ৭৬ জন কাউন্সিলরের ভোটে আসবেন ১২ জন পরিচালক এবং বিশ্ববিদ্যালয় ও সংস্থা ক্যাটাগরি থেকে ৪৫ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক।

মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হওয়ার পর তাদের ভোটেই ঠিক হবে বিসিবির পরবর্তী সভাপতি। তামিমের সরে দাঁড়ানোয় বিসিবির নির্বাচন ঘিরে আবারও কৌতূহল তৈরি হয়েছে।

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।