পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছেন মহসিন নকভি। তবে সম্প্রতি এশিয়া কাপ ট্রফি বিতর্কের পর তাকে এক পদ ছাড়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
আফ্রিদির মতে, নকভি দুই গুরুত্বপূর্ণ পদে থেকে কার্যকরভাবে কোনো দায়িত্বই সামলাতে পারছেন না। তাই তাকে পিসিবি অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পদ ছাড়তে হবে।
আফ্রিদি বলেন, ‘আমার পরামর্শ হলো নকভি সাহেবের হাতে দুইটি বড় দায়িত্ব আছে, আর দুটোই অনেক সময় ও মনোযোগ দাবি করে। পিসিবি আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ ভিন্ন বিষয়, এগুলো আলাদা রাখা জরুরি। ’
তিনি আরও যোগ করেন, ‘পাকিস্তান ক্রিকেট এখন বিশেষ মনোযোগ ও সময় দাবি করে। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। নকভি সাহেব নিজেও বলেছেন তিনি ক্রিকেট সম্পর্কে তেমন জানেন না। কাজেই তাকে অভিজ্ঞ ও দক্ষ উপদেষ্টা নিয়োগ করতে হবে। ’
আফ্রিদি অভিযোগ করেন, নকভির বর্তমান উপদেষ্টারা নির্ভরযোগ্য নন এবং তারা তাকে কোথাও পৌঁছে দিচ্ছেন না। সূত্র বলছে, আফ্রিদি এমনকি দেশটির সেনাপ্রধানকেও অনুরোধ করেছেন যেন নকভিকে একটি পদে মনোযোগী হতে পরামর্শ দেওয়া হয়।
এশিয়া কাপে ভারত তিনবার পাকিস্তানকে হারায়। এর পর থেকেই পাকিস্তানি ক্রিকেটার ও বোর্ডের কৌশল নিয়ে সমালোচনা চলছে। একই সঙ্গে ট্রফি বিতরণী নিয়ে বিতর্ক আরও চাপ বাড়িয়েছে নকভির ওপর, যিনি বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এমএইচএম