ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ব্রিসবেন টেস্ট: দুই দিনেই দ. আফ্রিকাকে হারাল অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
ব্রিসবেন টেস্ট: দুই দিনেই দ. আফ্রিকাকে হারাল অস্ট্রেলিয়া!

অদ্ভুত ঘটনার সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। ক্রিকেটের দুই কুলীন সদস্য অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ব্রিসবেন টেস্ট মাত্র দুই দিনেই শেষ হয়েছে।

স্বাগতিক অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনে ৬ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।  

টেস্টের প্রথম দিন গতকাল শনিবার মাত্র ১৫২ রানে প্রোটিয়াদের প্রথম ইনিংস শেষ হয়। জবাবে দিন শেষে ৫ উইকেটে ১৪৫ রান করেছিল অজিরা। প্রথম দিনের ১৫টির পর দ্বিতীয় দিন ১৯ উইকেটের পতন ঘটেছে।  

আজ দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ২১৮ রানে। ট্রাভিস হেড ৯৬ বলে ১৩ চার ১ ছক্কায় করেন ৯২ রান। অজিরা ৬৬ রানের লিড পায়। দক্ষিণ আফ্রিকার চার পেসার কাগিসো রাবাদা ৪টি, মার্কো জানসেন ৩টি, এনরি নর্টি ২টি ও লুঙ্গি এনগিডি ১টি উইকেট নেন।

৬৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়ার পেসারদের তোপের মুখে পড়ে ৯৯ রানে অল আউট হয় সফরকারী দক্ষিণ আফ্রিকা।  সফরকারীদের মাত্র তিন ব্যাটার দুই অঙ্কে যেতে পেরেছেন। ৩৭.৪ ওভার স্থায়ী দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ ৩৬ রানে অপরাজিত থাকেন মিডল অর্ডার ব্যাটার খায়া জন্ডো। ২৯ রান করেন তেম্বা বাভুমা। ১৬ রান আসে কেশব মহারাজের ব্যাট থেকে।  টেস্ট ক্যারিয়ারে অষ্টমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

জয়ের জন্য ৩৪ রান তুলতেও ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া।  কাগিসো রাবাদার তোপের মুখে ৯ রানে হারায় ২ উইকেট। ২৪ রানে অজিদের ৪ উইকেট পড়ে যায়। শেষ পর্যন্ত অষ্টম ওভারেই অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নেয়। সর্বোচ্চ ১৯ রান আসে অতিরিক্ত খাত থেকে। এর মধ্যে ১৫টিই ছিল ওয়াইড।  

বল হাতে দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদা ১৩ রানে নেন ৪ উইকেট।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।