ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪৩১, ২৯ জানুয়ারি ২০২৫, ২৮ রজব ১৪৪৬

ক্রিকেট

‘কোহলি-রোহিত একা বিশ্বকাপ জেতাতে পারবে না’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
‘কোহলি-রোহিত একা বিশ্বকাপ জেতাতে পারবে না’

লম্বা সময় ধরে ভারতীয় দলের হয়ে ক্রিকেটে রাজত্ব করছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনই বিশ্বকাপ অর্জন করেছেন।

রোহিত টি-টোয়েন্টিতে ও কোহলি ওয়ানডেতে। তবে তখন দুজনেরই ক্যারিয়ার শুরু। এখনকার মতো সেভাবে আলোচিত ছিলেন না। কিন্তু ক্যারিয়ারের মধগগণে থেকেও দুই ফরম্যাটের একটিতেও ভারতকে বিশ্বকাপ এনে দিতে পারেননি তারা।

১৯৮৩ সালে ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব অবশ্য বলছেন, কোহলি-রোহিতের একার ক্ষমতা নেই ভারতকে বিশ্বকাপ জেতানোর। তার মতে বিশ্বকাপ জিততে হলে কঠিন ও সাহসী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

কপিল বলেন, ‘যদি মনে করা হয় বিরাট কোহলি, রোহিত শর্মা বা দুই-তিন জন খেলোয়াড় বিশ্বকাপ জেতাবে, তাহলে এটা কখনোই হবে না। আপনাকে দলের ওপর বিশ্বাস রাখতে হবে। আমাদের কি তেমন দল আছে? অবশ্যই আছে। আমাদের ম্যাচ উইনার আছে? হ্যাঁ অবশ্যই! আমাদের খেলোয়াড় আছে যারা কি না বিশ্বকাপ জেতাতে পারে। ’

‘বিশ্বকাপ জিততে হলে কোচ, নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ব্যক্তিগত স্বার্থকে পেছনে রেখে দলের জন্য ভাবা প্রয়োজন তাদের। ’

২০১৩ সাল থেকে আইসিসি টুর্নামেন্টগুলোতে কেবল হতাশাকে সঙ্গী করে বিদায় নিয়েছে ভারত। চলতি বছর ওয়ানডে বিশ্বকাপ হবে তাদের মাটিতে। এই বিশ্বকাপেই কি শেষবারের মতো দেখা যাবে কোহলি-রোহিতকে? কপিল অবশ্য বিশ্বাস করেন এরপরও খেলে যেতে পারবেন তারা।

বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি বলেন, ‘বড় ইতিবাচক দিক হলো এবারের বিশ্বকাপ ভারতে হবে। এখানকার কন্ডিশন আমাদের চেয়ে কেউই ভালো বোঝে না। গত ৮-১০ বছর ধরে রোহিত ও কোহলি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার। অনেকেই প্রশ্ন করতে শুরু করেছে এটা তাদের শেষ বিশ্বকাপ হবে কি না। আমি বিশ্বাস করি তারা খেলতে পারবে তবে সেজন্য কঠিন পরিশ্রম করা প্রয়োজন। ফিটনেস এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ’

‘প্রচুর তরুণ খেলোয়াড় উঠে আসছে এখন, তারা (কোহলি-রোহিত) তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? প্রশ্ন তো আছেই তবে তারা কীভাবে খেলে সেটার ওপরই সবকিছু নির্ভর করছে। তাদের সামর্থ্যের কোনো ঘাটতি নেই। ’

তরুণ খেলোয়াড় আরও সাহসী হওয়ার পরামর্শ দিলেন কপিল, ‘সবসময় কিছু খেলোয়াড় থাকে যারা কি না দলের স্তম্ভ  হয়ে ওঠে। দলও তাদের কেন্দ্র করে সাজানো হয়, তবে আমাদের সেই নিয়ম ভেঙে উচিত এবং সেভাবে ৫-৬ জন খেলোয়াড় তৈরি করা উচিত। ’

‘সেজন্যই আমি বলেছি, কোহলি-রোহিতের ওপর নির্ভর করা যায়। আপনার তেমন খেলোয়াড় প্রয়োজন যে কি না নিজের দায়িত্ব নিজেই পূরণ করতে পারবে। তরুণ খেলোয়াড়রা এগিয়ে এসে বলা উচিত, ‘এখন আমার সময়’। ’

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।