ঢাকা, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

শরিফুলকে সতর্ক করেছিলেন সোহান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৭, অক্টোবর ৪, ২০২৫
শরিফুলকে সতর্ক করেছিলেন সোহান

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। জয়ের পাশাপাশি সিরিজ নিশ্চিত করেছে এক ম্যাচ হাতে রেখেই।

দুর্দান্ত পারফরম্যান্সে টাইগারদের জয়ে অবদান রেখেছেন শরিফুল ইসলাম।

বল হাতে শরিফুল শুরুর দিকেই ছিলেন ভয়ংকর। চার ওভারে মাত্র ১৩ রান খরচ করে তুলে নেন গুরুত্বপূর্ণ এক উইকেট। শুধু বোলিং নয়, শেষ দিকে ব্যাট হাতেও দেখিয়েছেন ঝলক। মাত্র ৬ বলে ১১ রানের অপরাজিত ইনিংসে জয়ের ভীত গড়ে দেন এই বাঁহাতি পেসার। সেই পারফরম্যান্সেই নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরা।

প্রথম ম্যাচে একাদশে জায়গা হয়নি শরিফুলের। তবে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দেন দ্বিতীয় ম্যাচে। দলের প্রয়োজনের সময়ে বোলিং ও ব্যাটিং- দুই বিভাগেই অবদান রাখেন তিনি।

ম্যাচ শেষে শরিফুল বলেন,“সোহান ভাই বলেছে সহজে উইকেট না দিতে। ব্যাট হাতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। "

শরিফুল আরও বলেন, "পিচ ভালো ছিল। আমি যে যে শট এক্সিকিউট করতে চেয়েছিলাম, তাতে সফল হয়েছি। ”

শরিফুলের এই অলরাউন্ড পারফরম্যান্স ও সোহানের দারুণ ফিনিশিংয়ে ভর করেই আফগানিস্তানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ।  

এফবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ