আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। জয়ের পাশাপাশি সিরিজ নিশ্চিত করেছে এক ম্যাচ হাতে রেখেই।
বল হাতে শরিফুল শুরুর দিকেই ছিলেন ভয়ংকর। চার ওভারে মাত্র ১৩ রান খরচ করে তুলে নেন গুরুত্বপূর্ণ এক উইকেট। শুধু বোলিং নয়, শেষ দিকে ব্যাট হাতেও দেখিয়েছেন ঝলক। মাত্র ৬ বলে ১১ রানের অপরাজিত ইনিংসে জয়ের ভীত গড়ে দেন এই বাঁহাতি পেসার। সেই পারফরম্যান্সেই নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরা।
প্রথম ম্যাচে একাদশে জায়গা হয়নি শরিফুলের। তবে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দেন দ্বিতীয় ম্যাচে। দলের প্রয়োজনের সময়ে বোলিং ও ব্যাটিং- দুই বিভাগেই অবদান রাখেন তিনি।
ম্যাচ শেষে শরিফুল বলেন,“সোহান ভাই বলেছে সহজে উইকেট না দিতে। ব্যাট হাতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। "
শরিফুল আরও বলেন, "পিচ ভালো ছিল। আমি যে যে শট এক্সিকিউট করতে চেয়েছিলাম, তাতে সফল হয়েছি। ”
শরিফুলের এই অলরাউন্ড পারফরম্যান্স ও সোহানের দারুণ ফিনিশিংয়ে ভর করেই আফগানিস্তানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ।
এফবি/জেএইচ