ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাসকিনের প্রশংসায় চামিন্দা ভাস

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
তাসকিনের প্রশংসায় চামিন্দা ভাস ছবি: শোয়েব মিথুন

খেলোয়াড়ি জীবনেই লম্বা অভিজ্ঞতা চামিন্দা ভাসের। পরে কোচ হিসেবেও কাজ করেছেন প্রায় এক যুগ হলো।

ছিলেন শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গেও। এবার তিনি এসেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলের দায়িত্ব নিয়ে।

ঢাকা ডমিনেটরসের হেড কোচ চামিন্দা ভাস। মঙ্গলবার মিরপুরের একাডেমি মাঠে প্রথমবার দলকে নিয়ে অনুশীলন করেন তিনি। এরপর চামিন্দা ভাস সাংবাদিকদের বলেছেন, বিপিএল নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি।

লঙ্কান তারকা বলেছেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। বিশেষ করে বিপিএলের ঐতিহ্যটা জানি, বেশ অনেক বছর ধরেই হচ্ছে। এখানে আমার বিশাল অভিজ্ঞতা কাজে লাগানোর ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। এই জায়গাটায় আমি ভালো ভূমিকা রাখতে পারি। ’

এবারের বিপিএলে খুব একটা ভালো দল গড়তে পারেনি ঢাকা। তাদের সবচেয়ে বড় তারকা তাসকিন আহমেদ। দেশের পেস বিভাগকে তিন ফরম্যাটেই মোটামুটি নেতৃত্ব দিচ্ছেন তিনি। তাসকিনকে নিয়ে আশাবাদী ভাসও।

তিনি বলেছেন, ‘সম্প্রতি তাসকিন বেশ ভালো করছে। সব কন্ডিশন ও ফরম্যাটে সে বাংলাদেশের সেরা বোলার হিসেবে নিজেকে তৈরি করেছে। এই দায়িত্বে সে ভাল করছে আত্মবিশ্বাসের সঙ্গে। পেসার হিসেবে আপনার ইনজুরি আসবেই কিন্তু এটা নিয়েই দেশের হয়ে সেরাটা চেষ্টা করে পেসাররা। ’

দলের আরেক পেসার শরিফুল ইসলামকে নিয়ে ভাস বলেন, ‘আমি শরিফুলকে দেখেছি বাংলাদেশের হয়ে খেলতে। সে খুবই তরুন ও প্রতিভাবান পেসার। বাংলাদেশ ক্রিকেটের জন্য ওর অনেক কিছু দেয়ার আছে। আমিও বিশ্বাসী যে ওকে নিয়ে ভাল কাজ করতে পারব যা বাংলাদেশ ক্রিকেটে ভবিষ্যতে কাজে লাগবে। ’

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।